Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ


ঈশ্বরগঞ্জ এর মৎস্য অফিস একটি গুরুত্বপূর্ণ অফিস। ঈশ্বরগঞ্জ তথা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও তাঁর দপ্তরের কর্মচারী সবাই মিলে ঈশ্বরগঞ্জের মাছ চাষিদের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করে মাছ চাষ বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছে।

 

মৎস্য ও চিঙড়িসহ অন্যান্য জলজ সম্পদের স্থায়িত্বশীল উৎপাদন বৃদ্ধি করে দেশের পুষ্টি চাহিদা পূরণ ও রপ্তানি আয় বৃদ্ধি এবং অভীষ্ঠ জনগোষ্ঠীর অংশগ্রহণে উন্মুক্ত জলাশয়ে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এক্ষেত্র হতে প্রাপ্ত সুফলের মাধ্যমে দরিদ্র মৎস্যজীবী ও মৎস্যচাষী তথা বাংলাদেশের আর্থ সামাজিক ক্ষেত্রে কাংক্ষিত উন্নয়ন সাধন।


এক নজরে ঈশ্বরগঞ্জ উপজেলার মৎস্য বিষয়ক তথ্যাবলী

০১. উপজেলার আয়তনঃ ২৮৬.১৯ বর্গ কিলোমিটার

০২. লোক সংখ্যাঃ ৩.৯ লক্ষ                       

০৩. পৌরসভাঃ- ০১ টি

০৪. ইউনিয়নঃ ১১টি

০৫. হাট বাজারের সংখ্যাঃ ক) দৈনিক- ৪২টি       খ) সাপ্তাহিক-২৮ টি

০৬. মৎস্য আড়তের সংখ্যাঃ ০৫টি

০৭. বরফ কলের সংখ্যাঃ ০৪টি

০৮. জলমহালের সংখ্যাঃ ০২টি

০৯.  নদীঃ ০২টি, আয়তন-৭০.৬ হে:

১০. খালের সংখ্যাঃ ৬০টি

১১. বিলের সংখ্যাঃ ২০টি

১২. পুকুরের সংখ্যাঃ ১৩২১৬ টি, আয়তন-২২৬৪.০৩ হে:

১৩. খাস পুকুরের সংখ্যাঃ ১৪টি, আয়তন-৫.৬ হে:

১৪. নিবন্ধিত মৎস্য হ্যাচারীঃ (ক) সরকারীঃ ০১টি            (খ) বেসরকারীঃ ০৪টি

১৫. মৎস্য নার্সারীর সংখ্যাঃ ৯৮টি

১৬. মৎস্য খাতে ক্ষুদ্র ঋণ প্রকল্প সংখ্যাঃ ০ টি

১৭. ন্যাশনাল এগ্রিকালচারালটেকনোলজি প্রোগ্রাম ফেজ II প্রজেক্ট (এনএটিপি-২):

                        সিআইজি সংখ্যা: ২২ টি

                        গূরুত্বপূর্ণ কার্যক্রম: ক) প্রদর্শণী স্থাপন

                                                খ) ট্রেনিং

                                                গ) মাঠ দিবস

                                                ঘ) এক্সটেনশন মাইক্রোপ্লান

১৮. মাছের চাহিদাঃ ৮৭৬০ মে.টন

            উৎপাদনঃ ১৯৫৯৫ মে.টন।

            উদ্বৃত্তঃ ১০৮৩৫ মে.টন।